অভিমানী পালক
এটি কবি বান্টি দেব এর প্রথম প্রকাশিত কবিতার বই "অভিমানী পালক"এই বইয়ে কবির লেখায় উঠে এসেছে দেশপ্রেম, বিদ্রোহ, প্রেম ও প্রকৃতির সাথে প্রেম নিয়ে গভীর অনূভুতি। এছাড়াও কবি কবিতার পাশাপাশি গানও লিখেন, তিনি লেখালেখি কে সাধনা মনে করেন। বাংলা সাহিত্যে এক উদীয়মান লেখক হিসেবে কাজ করে যাচ্ছেন।
0 Comments